দালালদের টাকা না দিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারাতে সমাবেশে বিদেশগামীদের উদ্দেশ্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন শেষে ইপিজেড মাঠে আওয়ামী লীগের সমাবেশে অংশ শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, অনেকে বিদেশ যাবার জন্য দালালদের টাকা দিতে প্রতারিত হোন। এটা করবেন না। দালালকে টাকা দেবেন না।
তিনি বলেন, আপনাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করেছি। সেখান থেকে ঋণ নিয়ে বিদেশ যাবার আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশকে গড়ে তুলছি। আপনাদের কাছে একটা উপহার নিয়ে এসেছি। নদীর তল দিয়ে গাড়ি চলে। ঘুটঘুট করে বাড়ি চলে যাবেন। এ প্রকল্পে বাস্তবায়নের ক্ষেত্রে যারা জড়িত ছিলেন, দিনরাত পরিশ্রম করেছেন, সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি জানান, আরও ১১টি প্রকল্প আপনাদের জন্য উপহার হিসেবে উদ্বোধন করে দিলাম। আজকের এ উন্নয়ন সম্ভব হয়েছে গত নির্বাচনে আপনারা ভোট দিয়েছিলেন বলে। নৌকা যখনই সরকারে এসেছে, দেশ ও মানুষের উন্নয়ন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এর আগে তিনি বেলা ১১টা ৪০ মিনিটে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন। টানেল দিয়ে পার হয়েই আওয়ামী লীগের সমাবেশে যোগ দেন শেখ হাসিনা।
Discussion about this post