ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জেরে বাসায় ঢুকে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টে তার বাসায় এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, তানজিল জাহানের বাসায় ঢুকে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে।
জানা যায়, প্লেসান্ট প্রোপার্টিজ ডেভেলপার কোম্পানির সঙ্গে তামিমদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে বিরোধ চলছিল। তারই সূত্র ধরে আজ সকালে তাদের বাড়িতে ঢুকে পড়ে ২০-২৫ জন সন্ত্রাসী। বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই সন্ত্রাসীরা তামিমকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
তামিমের বাবার অভিযোগ, প্লেসান্ট প্রোপার্টিস ডেভেলপার কোম্পানির কর্ণধার শেখ রবিউল আলম রবির নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
এস/এইচ
Discussion about this post