আইপিএলের পয়েন্ট টেবিলের লড়াই জমে উঠেছে। টেবিলের শীর্ষ চার দল প্লে-অফে খেলার সুযোগ পাবে। তাই প্রতি ম্যাচেই টেবিলে অবস্থানের পরিবর্তন আসছে।
এদিকে মুম্বাইয়ের বিপক্ষে মঙ্গলবার (৩০ এপ্রিল) জয় পেয়েছে লখনৌ। তাতে টেবিলে পিছিয়ে গেছে মুস্তাফিজের দল চেন্নাই।
চেন্নাই সুপার কিংস টেবিলের তিনে ছিল মুম্বাই ও লখনৌ ম্যাচের আগে। লখনৌর জয়ে এখন চেন্নাইের অবস্থানটাও চলে গেছে তাদের দখলে। ফলে বুধবার (১ মে) পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার আগেই টেবিলে পিছিয়ে গেছে চেন্নাই।
একমাত্র চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসই ধরাছোঁয়ার বাইরে।এখনও প্লে-অফে যাওয়ার সুযোগ আছে বাকি সকল দলেরই, তেমনই শীর্ষ চারের বাইরেও চলে যেতে পারে।
আরও পড়ুনঃ ওমানের ভিসা চালুর আশ্বাস দিলেন রাষ্ট্রপতি
রাজস্থান ৯ ম্যাচ খেলে এক হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে । সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে কলকাতা। ১০ ম্যাচ খেলে কলকাতার সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে তিনে রয়েছে লখনৌ।
পয়েন্ট তালিকায় চার, পাঁচ ও ছয় নম্বরে থাকা দলগুলোর পয়েন্ট ১০। নেট রান রেট ভালো থাকায় চার নম্বর স্থানে রয়েছে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস। তাদের নেট রানরেট ০.৮১০। পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ষষ্ঠ স্থানে দিল্লি ক্যাপিটালস।
শেষ চার দল হিসেবে রয়েছে যথাক্রমে গুজরাট, পাঞ্জাব, মুম্বাই ও বেঙ্গালুরু। তবে এখন সকল দলেরই প্লে-অফে খেলার সুযোগ রয়েছে। তবে তাতে রয়েছে অনেক রান রেটের অনেক মারপ্যাঁচ।
এ এ/
Discussion about this post