বিমানের ককপিট এর কাঁচ ফেটে যাওয়ায় মাদাম্মামগামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ২৮৫ জন যাত্রীকে নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়েছে ।
শনিবার বিকাল চারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে ২৮৫ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 3 4 9 ফ্লাইট। জানা যায়, আকাশে উড্ডয়নের প্রায় ২ ঘন্টা পর বিমানটি যখন ৩৬ হাজার ফুট উপরে, তখন হঠাৎ করে বিকট শব্দে এয়ারক্রাফটির ককপিটের কাঁচ ফেটে যায়।
বিমানের পাইল্ট ক্যাপ্টেন তানিয়া রেজা এয়ার ক্রাফটির সামনের কাঁচের ফাটল দেখে আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি ফ্লাইটের ফার্স্ট ক্যাপ্টেন নজরে আনেন তানিয়া। এরপর সাথে সাথেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে, ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে, ১১ হাজার ফুট নিরাপদ জোনে বিমানটিকে নেমে আনে তারা । দুর্ঘটনায় এরাতে জরুরী অবতরণের সিদ্ধান্ত জানায় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম।
পরে বিমানটিকে ভারতের পুনের আকাশ সীমা দিয়ে আরো দু’ঘণ্টা নিরাপদে উড়িয়ে পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করানো হয় । ক্রসহ ২৯৭ জন যাত্রীকে নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে নেয়া হয়। ফ্লাইট ক্যাপ্টেন তানিয়া ঢাকা ১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী।
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যাত্রাপথে বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ককপিটের কাচ ফেটে গেলে মালয়েশিয়ায় জরুরি অবতরণ করা হয়েছিল।
এ জেড কে/
Discussion about this post