রাজধানীর লালবাগ এলাকায় দুই বান্ধবীকে গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মো. জনি (৩১) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের তথ্যমতে, ২০২৪ সালের অক্টোবর মাস থেকে ভিকটিম (২৪) ও তার স্বামী রাজধানীর লালবাগ থানার অন্তর্ভুক্ত একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গত ১১ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে ভিকটিম তার বান্ধবীকে (২৬) বাসায় থাকার আমন্ত্রণ জানান। সেই রাতে মো. জনি (৩১) সহ আরও ৬-৭ জন সহযোগী এবং বাড়ির কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে ওই বাসায় প্রবেশ করে। তারা তল্লাশির নামে ঘরে ঢুকে কোনো কিছু না পেয়ে ভিকটিমকে তার নিজ কক্ষে এবং ভিকটিমের বান্ধবীকে রান্নাঘরে নিয়ে রাতভর জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে ভিকটিম তার স্বামীকে বিষয়টি জানান। পরবর্তীতে স্বামীর পরামর্শে তিনি নিজেই বাদি হয়ে লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি জানতে পেরে ঘটনায় জড়িত আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রদান করেন। এরপর র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর লালবাগ থানাধীন নবাবগঞ্জ রোড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার প্রধান পলাতক আসামি মো. জনি (৩১) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১০ নিশ্চিত করেছে।
এ মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে।
এস এইচ/
Discussion about this post