বিরূপ আবহাওয়ার কারণে এবার র্যালির তারিখও পরিবর্তন করেছে বিএনপি।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে রোববার (১৫ সেপ্টেম্বর) সারাদেশে বিভাগীয় শহরে অনুষ্ঠেয় র্যালির তারিখ পরিবর্তন করে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছে।
এর আগে, বিরূপ আবহাওয়ার কারণে ঢাকায় রোববারের (১৫ সেপ্টেম্বর) সমাবেশ স্থগিত করে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, আবহাওয়ার কারণে রোববারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। সমাবেশটি আগামী ১৭ তারিখ বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা ছিল।
এস/এইচ
Discussion about this post