দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের সঙ্গে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এক ফেসবুক বাতায় জানায়, বুধবার সকাল ৬টা পর্যন্ত পটুয়াখালী, বরিশাল, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে।
এ ছাড়া পাশাপাশি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায়ও বৃষ্টি হতে পারে।
এস এইচ/
Discussion about this post