সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তত তিন দিন ছুটি দেওয়ার দাবি বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেইসঙ্গে তিনি বলেন, আগামী দুর্গাপূজায় অন্তত তিন দিন ছুটি দেওয়ার দাবি বিবেচনায় নেওয়া হবে।
দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে যে দাবি করা হয়েছে এর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতারা।
এ এ/
Discussion about this post