দ্বিতীয় বিয়ে করায় স্বামীর উপর অভিমান করে দেড় বছরের মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মনিরা খাতুন (২৫) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধু বলে অভিযোগ তুলেছেন স্বজনরা।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামে গৃহবধুর বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, মনিরা খাতুন ঘোনা গ্রামের মনিরুজ্জামানের মেয়ে ও পাশের গ্রাম কুশখালীর রাজু আহমেদের স্ত্রী। সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি রফিকুল ইসলাম জানান, মনিরা খাতুন নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কয়েকদিনের মধ্যেই তাঁর বাচ্চা হওয়ার কথা ছিল।
কিছুদিন আগে মনিরার স্বামী রাজু দ্বিতীয় বিয়ে করে। এনিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। ঝগড়ার পর গত দুদিন আগে তিনি বাবার বাড়ি চলে আসেন। আজ মঙ্গলবার সকালে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। এর আগে তিনি তার মেয়ে জান্নাতুলকেও একইভাবে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করেন।
পরে খবর পেয়ে সদর থানার এসআই দেলোয়ার হোসেনকে পাঠানো হয়। তিনি মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
এ ইউ/
Discussion about this post