কলেজের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের দেড় মিনিট আগেই শিক্ষক পরীক্ষা শেষ করে দেওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ কোরিয়ার একদল শিক্ষার্থী। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অন্তত ৩৯ জন শিক্ষার্থী এ মামলা দায়ের করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩৯ শিক্ষার্থীর প্রত্যেকে সরকারের কাছে ২ কোটি ওন (১৫ হাজার ৪০০ মার্কিন ডলার) দাবি করেছে। ফের এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এক বছরের পড়াশোনার খরচ হিসেবে এ অর্থ চেয়েছে তারা।
অভিযোগপত্রে শিক্ষার্থীরা বলেছে, তাদের প্রথম পরীক্ষা ছিল কোরিয়ান বিষয়ের ওপর। রাজধানী সিউলের একটি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগেই পরীক্ষক তাদের খাতা নিয়ে নিয়েছেন।
যদিও পরের বিষয়ে পরীক্ষা শুরুর আগেই শিক্ষকরা ভুল বুঝতে পেরে মধ্যাহ্নভোজের বিরতির সময় শিক্ষার্থীদেরকে ওই দেড় মিনিট সময় দেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, ওই সময়ে তারা কেবল উত্তরপত্রের খালি কলামগুলোতে দাগ দিতে পেরেছেন। তাদেরকে কোনও প্রশ্নের উত্তর পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি।
শিক্ষার্থীদের আইনজীবী কিম উ-সুক বলেন, শিক্ষকদের ওই ভুলের কারণে শিক্ষার্থীদের বাকি পরীক্ষায় বিরূপ প্রভাব পড়েছে। অথচ শিক্ষা কর্তৃপক্ষ এ জন্য ক্ষমা চায়নি।
দক্ষিণ কোরিয়ার কলেজের এই ভর্তি পরীক্ষা সুনেউং নামে পরিচিত। বেশ কয়েকটি বিষয়ে আট ঘণ্টার এই ম্যারাথন পরীক্ষা নেওয়া হয়। বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে সুনেউং একটি। গত ৮ ডিসেম্বর চলতি বছরের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
দক্ষিণ কোরিয়ায় পরীক্ষা শেষের আগে ঘণ্টা বাজানো এবং মামলার ঘটনা এবারই প্রথম নয়। ২০২১ সালেও ভর্তি পরীক্ষায় দুই মিনিট আগে ঘণ্টা বাজানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
এফএস/
Discussion about this post