দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, বগুড়া, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।
নদীপথে যাতায়াতকারী নৌযান ও জেলেদের এ সময় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি জনসাধারণকেও সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে খোলা জায়গায় অবস্থান বা বিদ্যুৎচালিত যন্ত্রপাতি ব্যবহারের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টি এবং দমকা হাওয়া গ্রীষ্মকালীন মৌসুমি পরিবর্তনেরই একটি অংশ। তবে এতে কৃষি কাজে কিছুটা উপকার হলেও বজ্রপাতের ঝুঁকি মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এম এইচ/
Discussion about this post