জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশে ৫ থেকে ১০ লাখ বিদেশি শ্রমিক অবৈধভাবে কাজ করছে। এ ব্যাপারে সরকারের কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা নিতে হবে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ তথ্য জানান তিনি।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সরকারের কোনো আইনগত অনুমতি ছাড়াই ৫ থেকে ১০ লাখ বিদেশি শ্রমিক দেশে অবৈধভাবে কাজ করছে। এতে বাংলাদেশ বিপুল বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। অবৈধ এসব বিদেশি শ্রমিকরা মজুরি হিসেবে মোটা অংকের টাকা নিচ্ছেন যা দেশে আর্থিক ও কর্মসংস্থানের সংকট তৈরি করছে।
এর আগে একই অভিযোগ করেছ রাজধানীর আগারগাঁওয়ে ‘কর্মানুমতি ছাড়া বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণ’ শীর্ষক বৈঠকে।
বক্তারা বলেন, কাজ করার অনুমতি না নিয়ে কোনো ধরনের বাধা ছাড়াই বাংলাদেশে অবস্থান করতে পারছেন অনেক বিদেশি নাগরিক। আইনি দুর্বলতা এবং বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সমন্বিত কোনো তথ্যভাণ্ডার না থাকায় বিনা বাধায় তারা এ দেশে বসবাসের সুযোগ পাচ্ছেন। অনেকে বাংলাদেশে থেকে আয়রোজগার করলেও ঠিকমতো করও দেন না।
রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘কর্মানুমতি ছাড়া বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণ’ শীর্ষক বৈঠকে এসব প্রসঙ্গ উঠে আসে।
এফএস/
Discussion about this post