দেশে পৌঁছেছে মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় ভূমিধসে নিহত তিন বাংলাদেশি নির্মাণশ্রমিকের মরদেহ। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে কেএলআইএ থেকে ছেড়ে আসা মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
বাংলাদেশে সময় রাত ১১টায় বিমানবন্দরের আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্থান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের ওয়েলফেয়ার সহকারী মো. মোকসেদ আলী।
গত ২ নভেম্বর মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাং জেলার কাম্পুং মাকা পুলাই চোনডংয়ে একটি হাইওয়ে কর্মরত অবস্থায় মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
এর আগে শ্রমিকদের দুর্ঘটনার পর হাইকমিশনের লেবার উইং ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়সহ মরদেহ দেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে।
নিহতরা হলেন শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০), পাবনার ভাঙাগুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১), শরীয়তপুরের জাজিরা থানার মো. সাজ্জাদ হোসাইন (২০)।
এ বিষয়ে হাইকমিশনের মিনিস্টার (লেবার) নাজমুস সাদাত সেলিম বলেন, মালয়েশিয়ার সব প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার তাদের মরদেহ দেশে পাঠানো হয়েছে।
Discussion about this post