জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনি দেশ ছেড়ে কেন পালিয়ে গেলেন, আমরা তো যেতে বলিনি। আপনিই বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন, এইটা আপনার দেখার দরকার ছিল। আপনার কথাটা আপনার প্রমাণ করা উচিত ছিল। এটাই হতো সত্যিকারের রাজনীতিবিদের সুবোধ আচরণ।
শনিবার সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমী মাঠে জেলার রুকন সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, এমন রাজনীতি কেন করতে হবে, যে রাজনীতি করার পর দেশ ছেড়ে পালাতে হবে। মানুষ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়, এমন রাজনীতি করুন যেন দিন শেষে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারেন।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে কারো ওপর প্রতিশোধ নিবে না। প্রতিশোধ নেয়ার মানেই হচ্ছে আইন নিজের হাতে তুলে নেয়া। আইন যেখানেই হাতে তুলে নেয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দেশে আইনের শাসন কায়েম হলে আগামীর বাংলাদেশ আর কখনো পথ হারাবে না।
সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা শাহিনুর আলমসহ কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিবি
Discussion about this post