নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খান দেশ ছেড়ে ভারতের কলকাতা যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়ে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ।
পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম খান সকাল ১০টায় (পিপি নং A02016614) ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট নং 6E1108 যোগে কলকাতা যাওয়ার জন্য ইমিগ্রেশনে আসার পর নিরাপত্তা বাহিনী তার যাত্রা বাতিল করে।
আটক নজরুল ইসলাম খান আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে তিনবার মেয়র নির্বাচিত হন। তিনি পৈতৃক সূত্রে শহরের চকপাড়া এলাকার বাসিন্দা ও উকিলপাড়া এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন।
নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, আজ সকালে কলকাতা যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। আটক সাবেক মেয়রকে নেত্রকোনায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা রয়েছে।
এম এইচ/
Discussion about this post