ইংল্যান্ডে প্রথম পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর আশা করা হচ্ছিলো দ্বিতীয় দফায় উৎরে যাবেন সাকিব আল হাসান। কিন্তু চেন্নাইতে দেওয়া দ্বিতীয় পরীক্ষাতেও পাশ করতে পারেননি বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার।
১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে হাজার হাজার রানের পাশাপাশি শতশত উইকেট সাকিবের। পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা। তার বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন। আন্তর্জাতিক ক্রিকেটে থেকে শুরু করে সব ধরনের ক্রিকেট থেকেই বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাবেক বাংলাদেশি অধিনায়ক। পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষা উতরে না যাওয়া পর্যন্ত শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন এই অলরাউন্ডার।
এদিকে ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে জাতীয় দলে ফিরবেন কিনা সাকিব, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন বোর্ড থেকে সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। সেই সঙ্গে প্রধান নির্বাচক অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন সাকিব বোলিং পরীক্ষায় পাশ না করায়।
সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং (বিস্ময়কর)।
জানা গেছে, গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র পায়নি। চেন্নাইয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। সেটির ফলাফল আসেনি এখনও।
এস এইচ/
Discussion about this post