ধর্ষনের ছোবলে ইদানীং বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন। বাদ পড়ছে না ছোট শিশুরাও। এ অবস্থায় প্রতিবাদমুখর সমগ্র দেশ। শোবিজ অঙ্গনের শিল্পীরাও বিষয়টি নিয়ে সরব। এবার ধর্ষন প্রতিরোধে অভিনেতা নিলয় আলমগীর জানালেন তার মতামত।
রবিবার (৯ মার্চ) সামাজিক মাধ্যম ফেসবুকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে নিলয় লিখেছেন, ‘ধর্ষনের বিচার হওয়া দরকার ৭ দিনের মধ্যে। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড চাই।’
এদিকে নিলয়ের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন তার অনুসারীরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ভাই ঠিক বলছেন।’ অন্য একজন লিখেছেন, ‘একদম ঠিক এটাই হওয়া উচিত।’ কেউ আবার লিখেছেন ‘বিবেকহীন এই সমাজে প্রকৃত মানুষের বড্ডা অভাব।’ এছাড়া অনেকেই নিলয়ের কথার সঙ্গে সহমত পোষণ করেছেন।
এস এইচ/
Discussion about this post