টাঙ্গাইলের কালিহাতীর বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চৌদ্দপুর গ্রামের আব্দুল হোসেন ও আমির হোসেন। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
আরও পড়ুন:বাংলাদেশি এক হজযাত্রীর সৌদি আরবে মৃত্যু
স্থানীয়রা জানান, কালিহাতী উপজেলার নোয়াবাড়ি গ্রামের হযরত মিয়ার বাড়িতে ধান কাটার জন্য এসেছিলেন তারা। শনিবার সকালে ধান কাটার জন্য মাঠে গেলে বজ্রপাতে দুজন মারা যায়। পাশের জমিতে কাজ করা কৃষকরা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কালিহাতী উপজেলার বীবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব মিয়া বলেন, নিহতদের পরিবারে খবর দেয়া হয়েছে। তারা আসলেই আইনী প্রক্রিয়া শেষে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।
টিবি
Discussion about this post