ভারতে চলছে ১৮তম লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের চূড়ান্ত পর্বের আগে ধ্যানে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালেও প্রধানমন্ত্রী মোদি কেদারনাথে একই রকম ভ্রমণ করেছিলেন এবং নির্বাচনের চূড়ান্ত পর্বের আগে একটি গুহায় ধ্যান করেছিলেন।
বৃহস্পতিবার (৩০ মে) থেকে ১ জুন পর্যন্ত তামিলনাড়ুর কন্যাকুমারীতে তিন দিনের সফর করবেন তিনি। সেখানেই বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করবেন মোদি। এদিকে আজই তার নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে।
মোদির ৪৫ ঘণ্টা ধ্যান উপলক্ষে বিবেকানন্দ রক মেমোরিয়ালে মোতায়েন করা হয়েছে প্রায় ২ হাজার পুলিশ কর্মী। এছাড়া, বিভিন্ন নিরাপত্তা সংস্থাও এলাকাটিকে কঠোর নজরদারির আওতায় রেখেছে।
ধ্যানের জন্য নরেন্দ্র মোদি আজ বিকেলে কন্যাকুমারীতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। পরে তিনি স্মৃতিসৌধে যাবেন। তিনি ১ জুন বিকেল ৩টা পর্যন্ত বিবেকানন্দ রক মেমোরিয়ালে থাকতে পারেন। সেদিনই ভারতে চলমান লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বের ভোট হবে।
Discussion about this post