এবার পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরের ইশতেহার দিলো ছাত্র সমাজ। জনকল্যাণমূলক, বৈষম্যবিরোধী, পরিবেশবান্ধব নগর ও জনবসতির পরিকল্পনার জন্য নতুন ইশতেহার নিয়ে পরিকল্পিত বাংলাদেশের ব্যানারে রাজপথে নামে তাঁরা।
সকাল সাড়ে ১০ টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হর তারা। প্ল্যাকার্ড উঁচিয়ে তুলে ধরেন আগামীর পরিকল্পিত ঢাকার কথা।
তিলোত্তমা নগরী ঢাকা এরই মধ্যে বায়ুদূষণ, অত্যাধিক যানজট আর ধুলাবালির শহরে পরিণত হয়েছে। বাসা ভাড়াসহ এই শহরের সব খরচই উর্ধ্বমুখী। অস্থির এই শহরে কেবল স্থির মানুষের আয়। মানব উন্নয়ন সূচক উঠে আসা জীবন যাত্রার মান কমছে নিত্যদিন অথচ হাজার হাজার কোটি টাকা উন্নয়ন প্রকল্পে বরাদ্দ।
এখনই সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন শহর গড়ার এমনটাই মত এখানে উপস্থিত হওয়া সচেতন নাগরিকদের।
ঢাকাকে ঢেলে সাজাতে নতুন পরিকল্পনা দেন সচেতন নাগরিকরা। তাঁরা নগর ও গ্রাম পরিকল্পনা কমিশন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে আহবান জানান।
এস আর/
Discussion about this post