ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথে ৩৫ প্রত্যাশীরা। যতোই বেড়েছে সময় ততোই বেড়েছে আন্দোলনের তীব্রতা। পোস্টার, স্লোগান আর ব্যানারে ৩৫ চাই দাবিতে উত্তাল ছিলো শাহবাগের প্রজন্ম চত্বর।
দুপুরে ৩ ঘণ্টার আল্টিমেটামে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনরতরা। রোদ, ঝড়, বৃষ্টি কোনোকিছুতেই টলানো গেলো না। উল্টো সেনাবাহিনী এসে সমর্থন জানালেন এ আন্দোলনের জমায়েতকে। এর আগে সকাল ১১ টার পর থেকে ১ দফা দাবির এ মহাসমাবেশে যোগ দেন ৩৫ প্রত্যাশীরা। সেখানে যুক্ত হয়ে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না যৌক্তিক এ কর্মসূচীকে সমর্থন দেন।
শান্তিপূর্ণ কর্মসূচীর মাঝে আন্দোলনকারীদের একাংশ ৩ ঘণ্টার আল্টিমেটাম চলাকালীন বিশাল মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে। ৩ ঘণ্টার আল্টিমেটাম শেষে ও কোনো আশ্বাস না মিলায় আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত জানান তারা।
এস এম/
Discussion about this post