ক্রমশই জটিল হচ্ছে ডিসি নিয়োগ বিতর্ক।
এ নিয়োগের সঙ্গে আর্থিক লেনদেনের প্রশ্ন এখন সামনে এসেছে। কারণ এরই মধ্যে এক কর্মকর্তার কক্ষ থেকে তিন কোটি টাকার ক্যাশ চেকসহ চিরকুট পাওয়ার অভিযোগ উঠেছে।এ নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তথ্য দিতে বলা হয়েছে।
এদিকে নিয়োগপ্রক্রিয়া থেকে একের পর এক ঘটনার জন্ম হওয়ার প্রেক্ষাপটে সারা দেশের নতুন ডিসিরা এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।খবরে বলা হচ্ছে, সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা নতুন ডিসিরা ক্ষমতা হারানো হাসিনা সরকারের ‘সুবিধাভোগী’ কী-না, আগের সরকারের মন্ত্রী-সচিবদের এপিএস, পিএস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কী-না, ছাত্রজীবন থেকে শুরু করে চাকরিজীবনের বদলি-পদায়নসহ সব তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।
সেইসাথে, গত ছয় মাস প্রশাসনের কোথায় ছিলেন, কাদের সঙ্গে চলাফেরা ও উঠাবসা করেছেন এবং গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা কী ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে খবরে উঠে এসেছে।
এস এম/
Discussion about this post