অপচয় রোধে ঈদ উপলক্ষে নতুন টাকার নোটেও থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। আগামী ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত মিলবে নতুন নোট। ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশের ব্যাংকের বিভিন্ন কার্যালয় থেকে গ্রাহকরা নিতে পারবেন নতুন টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, শেখ মুজিবের ছবি সংবলিত বিপুল নোট ছাপানো আছে। তাই বাতিল করলে বিশাল অর্থের অপচয় হবে।
ঈদুল ফিতর উপলক্ষে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাজারে নতুন নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকরা নিতে পারবেন ৫, ২০ ও ৫০ টাকার নোট। তবে, নতুন এসব টাকাতেও থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।
গণঅভ্যুত্থানের ৭ মাস পরও বাজারে বঙ্গবন্ধুর ছবি সংবলিত নতুন নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকের ৮০ টি শাখা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যালয় থেকে গ্রাহকরা নিতে পারবেন নতুন নোট।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘যে সকল ব্রাঞ্চে এই টাকাটা ছাড়া হবে সেখানে নির্দেশ দেওয়া আছে যে তারা জনগণের স্বার্থে দৃশ্যমান হয় এমন দৃশ্যমান জায়গায় ছাপিয়ে দেবে নোটিশ আকারে যে কোনো গ্রাহক, কোন নোট কতটি পাবে। অর্থাৎ এখানে ব্যক্তি থেকে ব্যক্তির বিভেদের কোনো সুযোগ নেই।’
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অংকের অর্থের অপচয় হবে। তবে, আগামী এপ্রিল থেকে মে নাগাদ জুলাই বিপ্লবের গ্রাফিতির নতুন নোট বাজারে আসবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।
আরিফ হোসেন খান বলেন, ‘অপচয়ের বিষয়টাও আমরা মাথায় রেখে পূর্ববর্তী যে ডিজাইন বা বর্তমানে যে বিদ্যমান ডিজাইন আছে সে ডিজাইনেরই ৫ টাকা, ২০ টাকা এবং ৫০ টাকার নোট মোট ৮০টি ব্রাঞ্চের মাধ্যমে বাজারে প্রচলন করব।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোট ছিল ৩ লাখ ১ হাজার ৭৭৪ কোটি টাকার।
এম এইচ/
Discussion about this post