কুয়েতে প্রবাসীদের জন্য সুসংবাদ দিয়েছে কুয়েত। নতুন বছরে দেশটির বেসরকারি খাতের কর্মীরা খণ্ডকালীন কাজের সুযোগ পাবেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেসরকারি খাতের কর্মীদের এ সুযোগ দিতে যাচ্ছে। দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ এ সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছরের জানুয়ারি থেকে এ সুবিধা কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন কর্মী সর্বোচ্চ চার ঘণ্টা কাজের সুবিধা পাবেন। মূল নিয়োগকর্তার অনুমতিসাপেক্ষে কাজ করতে পারবেন তারা। কেবল বেসরকারি খাতের কর্মীদের জন্য এ সুবিধা কার্যকর হবে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মশক্তিকে যথাযথ ব্যবহার, জনসংখ্যার ভারসাম্য মোকাবিলা ও শ্রমবাজারের বর্তমান চাহিদা মোকাবিলায় এমন উদ্যোগ নিয়েছেন দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ।
কুয়েতে প্রচলিত আইন অনুসারে খণ্ডকালীন কাজ শ্রম আইনের লঙ্ঘন। করোনার পর থেকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের জন্য দেশটি প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। এক দিন আগেও দেশটিতে ৫৭৫ জন প্রবাসী গ্রেপ্তার হয়েছেন।
এফএস/
Discussion about this post