লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফেরানোর বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে নেতানিয়াহুর নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।
ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রতিদিনের হামলার কারণে প্রায় ৬০ হাজার মানুষকে উত্তর ইসরায়েল থেকে সরিয়ে নেয় নেতানিয়াহু সরকার। হিজবুল্লাহর হামলা থেকে বাঁচাতেই তাদের সরিয়ে নেয়া হয়েছিল।
গত অক্টোবরে গাজা যুদ্ধ হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে। হিজবুল্লাহ বলছে, ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদল হামাসের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে। এসব পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধের লক্ষ্যগুলো আপডেট করেছে। এতে উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের ঘরে ফেরানোর বিষয়টি যুক্ত করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবে ইসরায়েল।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্ট জানান, সামরিক পদক্ষেপ ছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের ঘরে ফেরানোর কোনো উপায় নেই। মার্কিন প্রতিনিধি আমোস হকস্টাইনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
তার অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ হামাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করছে। সংঘাত বন্ধ করতে অস্বীকার করছে। ফলে চুক্তির সম্ভাবনা শেষ হয়ে আসছে। তাই ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের একমাত্র সামরিক পদক্ষেপের মাধ্যমেই ঘরে ফেরানো সম্ভব।
সূত্রঃ বিবিসি
এ ইউ/
Discussion about this post