সমালোচিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ পর্যন্ত কত কোটি টাকা খরচ হয়েছে, তা জানতে কমিটি গঠন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষাক্রম বাস্তবায়নে এখন পর্যন্ত কতো কোটি টাকা খরচ হয়েছে, তা জানতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান একজন সদস্য। তাকে সহায়তা করবেন আরো চারজন।
এর আগে গত ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বলেছিলো, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। এতে আরো জানানো হয়, ২০২৬ খ্রিষ্টাব্দ থেকে পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে পাঠদান করানো হবে। প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষাবিদ, শিক্ষাক্রম ও মূল্যায়নসহ সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ, শিক্ষা প্রশাসক এবং সুশীল সমাজ ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় ২০২৫ খ্রিষ্টাব্দে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে। এটি ২০২৬ খ্রিষ্টাব্দ থেকে পূর্ণাঙ্গরূপে কার্যকর করা হবে।
শিক্ষার্থীদের পাঠদান ও মূল্যায়ন শিক্ষাক্রম ২০১২-এর আলোকে করারও ঘোষণা দেয়া হয় প্রজ্ঞাপনে। এর অর্থ শিক্ষাক্রম আবার পরিমার্জিত হওয়ার আগপর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষা আগের মতোই সৃজনশীল পদ্ধতিতে হবে।
গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে শিক্ষাক্রম-২০২২ বাস্তবায়ন করা হয়। এ শিক্ষাক্রমটি নতুন শিক্ষাক্রম হিসেবে পরিচিতি পায়। চলতি বছর এটি বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। এ শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে বছর শেষে পরীক্ষার ব্যবস্থা ছিলো না।
এম এইচ/
Discussion about this post