ভারতের নতুন সরকার গঠনের জন্য যত আসন দরকার, তার থেকে কম থাকা সত্ত্বেও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) শরিকদের সমর্থন পেয়ে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই সমর্থনের ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। শনিবার (৮ জুন) তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।
এর আগে বুধবার (৫ জুন) নির্বাচনের ফলাফল পর্যালোচনা করার জন্য নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এনডিএ নেতারা বৈঠক করেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে জোটের প্রধান নির্বাচিত হন নরেন্দ্র মোদি। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ২১ নেতার মধ্যে তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতা এন চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেড (জেডিইউ) এর এক প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন। নতুন সরকার গঠনের জন্য লোকসভায় প্রয়োজনীয় ২৭২ আসন নিশ্চিত করতে এই দুটি দলের সমর্থন প্রয়োজন ছিল বিজেপির।
রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া নীতিশ এবং নাইডুর সঙ্গে যোগাযোগ করছে। ২৩২টি আসন পাওয়ার পর তারাও সরকার গঠনের উপায় খুঁজছিল। কিন্তু সেটি আর হলো না।
এস এম
Discussion about this post