নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের টেঁটাযুদ্ধে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততঃ ৩০ জন।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাঘাইকান্দি গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫০), সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র জুনায়েদ মিয়া (১৬), একই এলাকার আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০) এবং ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৭০)।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার শ্রীনগর সাইদাবাদ গ্রামের ‘আলীর বাড়ী’ ও ‘বালিচরবাড়ী’র মধ্যে এ সংঘর্ষ হয়। আলীর বাড়ীর নেতৃত্বে আছেন আব্দুল হালিম মাস্টার এবং বালিচর বাড়ীর নেতৃত্বে আছেন সাহেব আলী। গত ৬ মাস থেকে তাদের মধ্যে কয়েকবার এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। তবে বুধবার থেকে পুনরায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
রায়পুরার থানার ওসি সাফায়েত হোসেন পলাশ বলেন, আমরা সেনাবাহিনীর অপেক্ষায় আছি। সেনাবাহিনী এলেই তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাব। এখন পর্যন্ত চার জন নিহত হওয়ার খবর পেয়েছি।
এ ইউ/
Discussion about this post