নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে একটি স্কুলে হামলা চালিয়ে ২৭৫ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্ধুকধারীরা। বৃহস্পতিবার (৭ মার্চ) একদল বন্দুকধারী দেশটির উত্তরাঞ্চলের কুরিগা শহরে একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অপহরণের এই ঘটনা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় সকালে বন্দুকধারীরা স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পরে শিশুদের স্কুল থেকে জিম্মি করে নিয়ে যায়। অপহরণের এমন ঘটনা দেশটিতে প্রায়ই ঘটে। একজন প্রত্যক্ষদর্শী জানায়, সকালে স্কুলের খেলার মাঠে খেলছিল শিক্ষার্থীরা। তখন মোটরসাইকেলে আসা কয়েক ডজন বন্দুকধারী স্কুলে ঢুকে গুলি চালায়।
ধারণা করা হচ্ছে, ২০২১ সালের পর এটিই সবচেয়ে বড় অপহরণের ঘটনা। বোকো হারাম ও ইসলামিক স্টেটের মতো জঙ্গী গোষ্ঠী এসব অপহরণের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ এস/
Discussion about this post