ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। বিভিন্ন সময়ে প্রেম, বিয়ে-বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দুই সন্তানকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন পরী। আজ অভিনেত্রীর জন্মদিন। পরীর জন্মদিন মানেই বিশেষ কিছু, বড় পরিসরের উদ্যাপন। যেখানে ঝলকে পড়ে পরীর উচ্ছলতা। তারকাদের নিয়ে বসে জমজমাট আসর।
প্রতিবছরের মতো এবারও কেক কেটে জন্মদিন উদ্যাপন করেছেন পরী। পরী বলেন, ‘ভেবেছিলাম এই দিনে যান্ত্রিক শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাব; কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্ত আমার দুই সন্তানকে সঙ্গে নিয়ে আমার এক কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।’
প্রসঙ্গত গত দুই বছর বিশেষ এই দিনে তেমন কোনো আয়োজন থাকে না পরীর। কারণ, পরীর সবচেয়ে আপনজন নানা শামসুল হক গাজী।সেই নানার প্রয়াণের পর থেকে জন্মদিনে তেমন কোনো আয়োজন থাকে না পরীর। সে কারণে এবারের জন্মদিনটি সন্তান, ঘনিষ্ঠ কিছু বন্ধু ও সহকর্মীদের সঙ্গেই কেক কেটে উদ্যাপন করেছেন অভিনেত্রী। ফেসবুক লাইভে পরী বলেছেন, ‘আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন উদ্যাপন করার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ, আমার নানাভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই আমি কেক কাটতাম; কিন্তু নানু ভাইতো আর এখন নেই।’
এ ইউ/
Discussion about this post