সিলেটে পবিত্র এশার নামাজ পড়ে নিজ বাসায় যাওয়ার পথে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন পুলিশ সদস্য জহিরুল হক। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় কর্মরত ছিলেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনি মারা যান।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার ছেলে রাশেদুল হাসান রাজু। নিহত জহিরুল হক সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাটিয়ারবহর গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ সুরমার শিববাড়ি বন্দরঘাট এলাকার উস্তার মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
রাজু জানান, তার বাবা জহিরুল হক এশার নামাজ পড়ার জন্য শিববাড়ি আহলে সুন্নাত জামে মসজিদে যান। নামাজ পড়ে বাসায় ফেরার পথে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা ও জিআরপি থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
টিবি
Discussion about this post