দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেছেন, নারীদের শুধুমাত্র নারী হিসেবে না দেখে ব্যবসা-বাণিজ্য সহ সব খাতে তাদের অংশ নেয়ার সুযোগ করে দিতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশের নারীদের এগিয়ে নিতে হবে।
শনিবার (৯ মার্চ) মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘সাপোর্টেটিভ ইকো সিস্টেম ফর ওমান এন্ট্রাপ্রেনিয়ার্স এন্ড প্রফেশনালস’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেন, নারীদের নারী হিসেবে না দেখে ব্যবসা-বাণিজ্য সহ সব খাতে অংশ নেয়ার সুযোগ করে দিতে হবে। নারীরা বিশ্বস্ততার সঙ্গে কাজ করেন। বিশ্বের নারী নেতাদের মধ্যে অন্যতম হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারী উদ্যোক্তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন জানিয়ে মাহবুবল আলম বলেন, তাদেরকে অনেকে বাঁকা চোখে দেখে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে নারীদের এগিয়ে নিতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এফবিসিসিআই।
এফবিসিসিআই সভাপতি বলেন, বর্তমান সরকার নারীদের এগিয়ে নিতে অনেক কাজ করছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য অনেক ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। দুইজন নারী উদ্যোক্তার গ্যারান্টি হলেই একজন নারী ঋণ নিতে পারছেন। অথচ আগে একজন নারীকে ব্যাংক থেকে ঋণ নিতে স্বামী অথবা পিতাকে গ্র্যান্টার হিসাবে থাকতে হতো।
এসময় ভবিষ্যতে বাংলাদেশের প্রধান বিচারপতি একজন নারী হবেন বলেও আশা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি প্রমুখ।
এফএস/
Discussion about this post