শের-এ-বাংলা নগর থানা এলাকায় এক নারীর মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান। আটক ছিনতাইকারী নাম- মো. শাওন (২৪)।
সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশে এ ঘটনা ঘটে। ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন ডিসি রুহুল কবির খান নিজেই।
তিনি জানান, সকালে আমি গাড়িতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে দিয়ে যাচ্ছিলাম। এসময় দেখি একজন নারী রিকশাযাত্রীর মোবাইল নিয়ে দৌড়ে পালাচ্ছে এক ছিনতাইকারী। এটি দেখে আমি এবং আমার ড্রাইভার গাড়ি থেকে নেমে দৌড়ে ওই ছিনতাইকারীকে ধরি এবং তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হই।
এই ডিসি জানান, উদ্ধারকৃত মোবাইলটি ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আটককৃত ছিনতাইকারীকে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করে হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এস এইচ/
Discussion about this post