যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকারকর্মী শহিদুল ইসলাম তালুকদার। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে নিউ ইয়র্কের মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেশ কয়েক দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে ভর্তি হন।
প্রয়াত শহিদুল ইসলামের ঘনিষ্ঠজনরা জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন একজন ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। নিউ ইয়র্কে মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের (এমটিএ) অধীনে কাজ করতেন। সাউথ এশিয়া ওয়াচ হিউম্যান রাইটস নিউ ইয়র্ক এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পত্রিকায় লেখালেখিও করতেন।
শহিদুল ইসলামের দেশের বাড়ি পিরোজপুরের চল্লিশা গ্রামে। তিনি স্ত্রী ও ২ সন্তান নিয়ে নিউ ইয়র্কে বসবাস করছিলেন।
শনিবার (১৬ মার্চ) জোহরের নামাজের পর তার জানাজা লং আইল্যান্ডের একটি মসজিদে অনুষ্ঠিত হয়। নিকটস্থ মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।
টিবি/
Discussion about this post