ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও কৃষ্ণপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো বিজয়ী হলেন তিনি।
ঈগল প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলটির দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট। ২৩ হাজার ৯৬৯ ভোটে বিজয়ী হয়েছেন নিক্সন চৌধুরী।
২০১৪ সালে আনারস প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী নৌকাকে ২৮ ভোটের হাজার ব্যবধানে হারিয়ে জয় পান। এরপর ২০১৮ সালে সিংহ প্রতীকে ৪৮ হাজার ভোটে নৌকাকে হারান তিনি। এবার কাজী জাফরউল্লাহকে হারিয়ে হ্যাটট্রিক করলেন নিক্সন চৌধুরী।
Discussion about this post