চট্টগ্রামের ফটিকছড়ির দাঁত-মারায় নিখোঁজের ১৩ দিন পর তাবাসসুম (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বেতুয়া এলাকায় বাড়ির টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ওসি মো. আরজুন।
নিহত তাবাসসুম (৬) ৪নং ওয়ার্ড নতুনপাড়া এলাকার আমানুল্লাহর মেয়ে শিশু। জানা যায়, নিহত তাবাসসুমদের বাড়ির নিকটবর্তী বন্ধ একটি টয়লেটে বস্তাবন্দি লাশ দেখতে পেলে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। গত ১৭ নভেম্বর বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে তাবাসসুম নিখোঁজ হয়। চারদিকে খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে ভূজপুর থানা পুলিশে অভিযোগ দায়ের করে পরিবার।
তাবাসসুমের দাদি চন্দনা বলেন, আমার নাতনিকে যারা হত্যা করেছে আমরা তাদের গ্রেফতারপূর্বক বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম বলেন, এটি আমানউল্লাহর প্রথম সন্তান। একটি শিশুকে এভাবে হত্যা করা হয়েছে, যা দেখে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভূজপুর থানার ওসি মো. আরজুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর দাঁত-মারা বাজারে শিশু সন্তানটির সন্ধান চেয়ে মানববন্ধন করেছে পরিবার।
এন পি/
Discussion about this post