সময়টা ২০২৪ সালের ২২ মে।ভারতে নরেন্দ্র মোদীর সেসময়ের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়।ভাইরাল হওয়া সেসময়ের ভিডিওটি বছর জুড়ে আলোচনার শীর্ষে থাকলেও ২০২৪ শেষ হওয়ার দ্বারপ্রান্তে আবারো নেট দুনিয়ায় ভাইরাল মোদী।
২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই কাজ করেন মোদী। বিশেষ করে ভোটের সময়। কখনও সভা, কখনও রোড শো, কখনও সাক্ষাৎকার দেওয়া, কখনও দলীয় নেতাদের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সদা শশব্যস্ত। অথচ ক্লান্তির চিহ্নমাত্র নেই তাঁর শরীরে। কীভাবে সম্ভব? এ প্রশ্নের উত্তরে চমকপ্রদ দাবি করলেন প্রধানমন্ত্রী।
মোদি দাবি করলেন, তিনি নিশ্চিত তিনি জৈবিক প্রক্রিয়ায় এই এনার্জি পাননি। পরমেশ্বরের আশীর্বাদই তাঁর এনার্জির উৎস। এক সাক্ষাৎকারে মোদী বলেছিলেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।
আমি কিছুই নই। আমি ঈশ্বরের তৈরি একটি যন্ত্র মাত্র। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান। আমি করি। আমি ঈশ্বরকে সমর্পিত। তবে সেই ঈশ্বরকে আমি দেখিনি। আমি ১৪০ কোটি দেশবাসীকেই ঈশ্বর বলে মনে করি।”
এম এইচ/
Discussion about this post