দেশের আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন হিরো আলম চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী। তিনি সেখানে ভোটার না হওয়ায় নিজেকে ভোট দিতে পারেননি। রবিবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে বগুড়া-৬ সদর আসনের এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় হিরো আলম সাংবাদিকদের বলেন, তিনি বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের (ডাব মার্কা) প্রার্থী। কিন্তু ভোটার বগুড়া-৬ এর এরুলিয়াতে। আর দুটি আসন পাশাপাশি হওয়ায় তিনি সদরে ভোট দিতে পেরে গর্বিত। নিজেকে ভোট দিতে না পারায় তার দুঃখ নেই।
শনিবার তার বাড়ির কাছে ককটেল বিস্ফোরণ হলেও তিনি এতে ভীত নন। তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি কম হলেও পরিবেশ ভালো আছে। কারচুপি না হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। গত ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ আসনের উপনির্বাচনে হিরো আলম মাত্র ৮৩৪ ভোরে মহাজোটের জাসদের একেএম রেজাউল করিম তানসেনের কাছে পরাজিত হন। তবে বগুড়া সদর আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার রাগেবুল আহসান রিপুর কাছে জামানত হারিয়েছেন।
বগুড়া-৪ আসনে মোট পাঁচজন প্রার্থী। হিরো আলম ছাড়াও ১৪-দলীয় জোটের একেএম রেজাউল করিম তানসেন নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক বিএনপি নেতা ও ওই আসনে চারবারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা। তার মার্কা ঈগল। এখানে তানসেন ও ডা. মোল্লার মাঝে লড়াই হবে।
এ এস/
Discussion about this post