চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতুর গোলচত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশে থাকা হোটেলে ঢুকে পড়লে দুজন নিহত এবং ১২জন আহত হন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন বিকাশ চৌধুরী (২৪)। তিনি বাসের হেলপার বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- এখলাছুর রহমান (৬০), মো. নিজাম (২৩), মো. রফিক (৪০), মো. মতিয়ার (৪৫) ও কাঞ্চন মোল্লা (৪৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি হোটেলে ঢুকে পড়ে। এর আগে সিএনজি,মোটরসাইকেলে ধাক্কা দেয় ট্রাকটি। এতে সিএনজি চালক ও বাইক আরোহীসহ ২ জন গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন।’ তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি হোটেলের ভেতর ঢুকে যায়। হতাহতদের উদ্ধারের পর ট্রাকটি রেকার দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
এস আই/
Discussion about this post