সরকারি চাকরিতে নবম থেকে উপরের গ্রেডে কর্মরতদের গোপনীয় অনুবেদনে নির্ধারিত মেডিক্যাল কলেজ হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
রোববার (০৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সকল মন্ত্রণালয়, বিভাগ এবং নিয়ন্ত্রণাধীন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সংযুক্ত অফিস ও সংস্থায় (বিভাগ, জেলা এবং উপজেলাসহ) কর্মরত ৯ম গ্রেড ও তার উপরের পর্যায়ের কর্মকর্তাদের গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’ অনুযায়ী নির্ধারিত মেডিক্যাল কলেজ হাসপাতাল/স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সম্পাদন করতে হবে।’
উল্লেখ্য, ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’- এ গ্রেড অনুযায়ী কর্মচারীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা করতে মেডিক্যাল কলেজ হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স নির্ধারিত করা আছে।
সে অনুযায়ী নির্ধারিত মেডিক্যাল কলেজ হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরীক্ষা করতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ ইউ/
Discussion about this post