আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পরিস্থিতি যেন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচনী উত্তেজনায় গত ১৬ ঘণ্টায় সারাদেশে ১৪টি অগ্নি সংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শনিবার (৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তার তালহা বিন জসিম এ তথ্য জানান।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা (বৌদ্ধ মন্দির ও ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান) পুড়ে গেছে ও ৪ জন নিহত (বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে) হয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকায় ৫টি, নারায়ণগঞ্জে ১টি, গাজীপুরে ৩টি, সিলেটে ২টি, চট্টগ্রাম বিভাগে ৪টি ও ময়মনসিংহ বিভাগে ৩টি অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এসব অগ্নিকাণ্ডে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি, ২টি পিকআপ, ১টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান ও ৯টি স্থাপনা পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫১ জন কর্মীসহ ৩২টি ইউনিট কাজ করে।
এদিকে, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে আগুনের ঘটনায় ৭ সদস্য তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বিষয়টি জানান।
তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ (তিন) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।
এফএস/
Discussion about this post