বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা যেটা বলেছি, খুব লম্বা সময়ও নয়, স্বল্প সময়ও নয়-শুধু একটা নির্বাচন সুষ্ঠু করতে যেটুকু সংস্কার প্রয়োজন, সেটুকু করতে যে সময়, সেই সময়টুকুই নেওয়া উচিত। দিন-মাস-ঘণ্টা এখনই বেঁধে দেওয়ার মতো ম্যাচুরিটি আসেনি। পরিস্থিতি আরেকটু পরে গেলে হয়ত নির্দিষ্ট দিনের কথা বলতে পারব। আরেকটু দেখতে হবে।
গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) একথা জানান তিনি।
জামায়াত সেক্রেটারি বলেন, অন্তর্বর্তী সরকারের মাত্র দেড় মাস সময় হলো। অনেক সংস্কার প্রয়োজন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য।
তিনি আরও বলেন, রাষ্ট্রে সংস্কার অনেকগুলো, সেগুলো নির্বাচিত জনপ্রতিনিধিরা করতে পারবেন। কিন্তু অরাজনৈতিক এ অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারটুকু দরকার-জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকেজো হয়ে আছে, এ জায়গায় হাত দিতে যেটুকু সময় লাগে, সেটুকু সময় নেওয়াই উচিত। তাহলে জাতি বুঝতে পারবে কোন সময় গ্রহণযোগ্য। এখানে মাস-দিন-ঘণ্টার চেয়ে পরিস্থিতিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটুকুকেই আমরা যৌক্তিক বলে মিন করেছি।
সূত্রঃ যুগান্তর
এ ইউ/
Discussion about this post