রাশিয়ার বন্ধু রাষ্ট্র বেলারুশে নির্বাচনে জয়ী হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তবে বেশ কিছু পশ্চিমা রাষ্ট্র মনে করে এ নির্বাচন মোটেই ভালো হয়নি। খবর ডয়চে ভেলের। ৩১ বছর ধরে চলা শাসনের সময়কালকে গতকাল সোমবার আরও দীর্ঘায়িত করেন আলেকজান্ডার লুকাশেঙ্কো।
দেশটির এবারের নির্বাচনের ব্যালট পেপারে নাম ছিল আরও চার প্রার্থীর। কিন্তু তারা কেউই লুকাশেঙ্কোর ভোটে এতটুকু আঁচড়ও বসাতে পারেননি। প্রাথমিক গণনা বলছে, ৮৬.৮ শতাংশ ভোট পেয়েছেন লুকাশেঙ্কো।
তবে ইউরোপের রাজনীতিকদের অভিযোগ, এই নির্বাচন মুক্তভাবে আয়োজিত হয়নি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি টুইট করে বলেন, বেলারুশের মানুষের কাছে কোনো উপায় ছিল না। যারা স্বাধীনতা ও গণতন্ত্র চান, তাদের জন্য আজ খুবই তিক্ত দিন।
নির্বাসনে থাকা বেলারুশের বিরোধী রাজনীতিক স্ভেতলানা সিখানুস্কায়া বেলারুশের সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা আরও জোরদার করতে বলেছেন।
এদিকে চার ঘণ্টা ধরে চলা এক সংবাদ সম্মেলনে লুকাশেঙ্কো বলেন, আমি পশ্চিমা বিশ্বকে একটুও পাত্তা দিই না। পশ্চিমের সঙ্গে সম্পর্কে আমি সবসময় প্রস্তুত, কখনো অস্বীকার করিনি। কিন্তু আপনারা সেটা চান না। তো আমরা কী করবো? হাঁটু গেঁড়ে বসে থাকবো?
এ ছাড়া বিরোধীদের কারাবাসে থাকা প্রসঙ্গে লুকাশেঙ্কো বলেন, তারা নিজেরাই বেছে নিয়েছেন এমন পরিণতি।
এম এইচ/
Discussion about this post