বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কে কেন্দ্র করে সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এর পর বিভিন্ন ভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে বহু বার্তা দিয়ে আসছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আবারও জয়ের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জয় আমেরিকায় বসে তিন মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন দিতে ভারতকে চাপ দিতে বলেছেন। ১৬ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে তিনি হয়তো ভুলে গেছেন বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। এ দেশে নির্বাচন কবে হবে তা অন্য কোনো দেশ নয়, এ দেশের জনগণই নির্ধারণ করবে।
এস এম/
Discussion about this post