ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখলেও দ্রুততম সময়ে নির্বাচন চায় বিএনপি। দলটি মনে করে, অন্তর্বর্তী সরকার যেহেতু একটি অনির্বাচিত সরকার, নির্বাচন প্রলম্বিত হলে এখন দেশবিরোধী নানা ধরনের যে প্রোপাগান্ডা-ষড়যন্ত্র চলছে, সেটি আরও ডালপালা মেলতে পারে। তাই আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা নয়, এ ব্যাপারে রোডম্যাপ আকারে সুনির্দিষ্ট ঘোষণা চায় দলটি।
বিএনপি আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচন চায়। বিভিন্ন সময় দলটির অভ্যন্তরীণ আলোচনায় সেটি উঠে আসে। তবে আগামী বছরের শেষ নাগাদ নির্বাচন হলেও সেটির বিরোধিতা করবে না দলটি। এটিকে সহনীয় বিবেচনা করে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে এই সময়টুকু দিতে চায় তারা। এটাকে যৌক্তিক সময় বলে মেনে নেবে বিএনপি।
বিএনপি মনে করে, আগামী বছরের প্রথমার্ধের ভেতরে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে পরবর্তী তিন-চার মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সেক্ষেত্রে ২০২৫ সাল অতিক্রম হওয়ার কথা নয়। তবে নির্বাচন ২০২৬ সালে গেলে সেটি হবে দীর্ঘ সময়। এর মধ্য দিয়ে সময়ক্ষেপণ হবে, যেটি কাম্য নয়। কারণ, দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ এখন ভোট দিতে উন্মুখ। প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও দলটির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে তাদের এমন মনোভাব জানা গেছে।
এ ইউ/
Discussion about this post