বাংলাদেশের নির্বাচন নিয়ে শুরু থেকেই মাথা ঘামাচ্ছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো।
সুষ্ঠু ভোটের আয়োজনে দফায় দফায় বাংলাদেশে সফর করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধি। এতো কিছুর পরও এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক দেয়নি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা কানাডা। তবে ঠিকই নির্বাচন কেমন হয়েছে তা নিয়ে কথা বলেছে- পশ্চিমা প্রভাবশালী কয়েকটি দেশ।
যুক্তরাষ্ট্রের দাবি, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র লক্ষ করেছে, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে উদ্বিগ্ন।
এদিকে, একই সুরে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্যও। তারা বলছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড যথাযথভাবে মানা হয়নি।
এছাড়া নির্বাচনে সব দল নির্বাচনে অংশ নেয়নি বলে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ব্যবস্থা ছিল না।
ভোটের আগে বিরোধী দলের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করার ঘটনায় উদ্বেগ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এস আর/
Discussion about this post