মুরুব্বিদের পরামর্শে চললে বাংলাদেশের আর চলা লাগবে না। এটাই হলো বাস্তবতা। যদি সৎ পরামর্শ হয়, সেটা ভালো কথা। নির্বাচন হতে দেবে না, এসব হুমকি-ধামকি গেল কোথায়? এমন প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে নির্বাচনে বিজয় উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচন যাতে না হয় তার জন্য বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করেছিল। তাদের কিছু মুরুব্বি আছে, তারাও সেই পরামর্শ দেয়। এমন অবস্থা সৃষ্টি করবে যাতে নির্বাচন না হয়, কিন্তু বাংলাদেশের মানুষকে তারা চিনে নাই।
ইতিহাস টেনে প্রধানমন্ত্রী বলেন, ৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবা না। ৭ জানুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ এটাই প্রমাণ করেছে।
’৭৫ এর পর থেকে যত নির্বাচন আমরা দেখেছি, তার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান শেখ হাসিনা।
এ সময় আগামী ১০ জানুয়ারী সোহওয়ার্দী উদ্যানে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও নৌকার বিজয় উৎসব উদযাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকল শ্রেণী পেশার মানুষকে উপস্থিত থাকতে অনুরোধ করেন তিনি।
পরে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা এক সাথে ‘জয় বাংলা, জয় বন্ধু, জয় বন্ধু, জয় বাংলা’….বলে উচ্ছ্বাসিত কণ্ঠে স্লোগান দেন।
এন এস/ এস আর/
Discussion about this post