আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা-নির্যাতনের তথ্য চেয়ে ফেসবুক পেজে বিশেষ বার্তা দিয়েছে দলটি।
রোববার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়।
বার্তায় বলা হয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে কোনো কর্মসূচি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, অন্যায় গ্রেপ্তার, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ইত্যাদির তথ্য, ছবি, ভিডিও, নিউজ লিঙ্ক প্রেরণ করুন [email protected] অথবা [email protected] ইমেইলে।
তথ্য যে কোনো একটি মেইলে পাঠানোর জন্যও দলটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এদিকে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য আবারও ফিরে আসার ঘোষণা দিয়ে বিশেষ বার্তা দিয়েছে দলটি। শনিবার (৫ অক্টোবর) রাত ৯টায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ জানায়, বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে স্বমহিমায় ফিরে আসবে তারা।
‘আমাদের শিকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে।’
এ ইউ/
Discussion about this post