তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমকে সতর্ক করে বলেছেন, যারা নিষিদ্ধ সংগঠন এবং ফ্যাসিস্টদের প্রচার-প্রচারণা চালাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৬ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা সংবাদমাধ্যম সাদ্দাম হোসেনকে অতিথি করার সিদ্ধান্ত নিলে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ছাত্রনেতারা কড়া প্রতিক্রিয়া জানান এবং পরে ওই সংবাদমাধ্যম সাদ্দাম হোসেনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত থেকে সরে আসে। এই ঘটনার পরই নাহিদ ইসলাম ফেসবুকে পোস্ট করেন, যেখানে তিনি আওয়ামী লীগকে দুই চরিত্র হিসেবে উল্লেখ করেন: একদিকে সন্ত্রাসী বাহিনী, অপরদিকে সুশীল, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীদের দিয়ে ফ্যাসিবাদের বৈধতা তৈরির প্রচেষ্টা।
তিনি আওয়ামী লীগ-সমর্থক একটি ফেসবুক পেজের কথা উল্লেখ করে বলেন, ওই পেজের কুখ্যাত প্রোপাগান্ডিস্টরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের জনপরিসরে হাজির করার চেষ্টা করছে এবং বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে তাদের প্রচার করছে যেন তা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়। নাহিদ ইসলাম আরও যোগ করেন, কিছু মিডিয়া এমনভাবে প্রচার করছে যেন আওয়ামী লীগ এখন বিরোধী দল এবং তাদের বক্তব্যকেই নরমালাইজ করার চেষ্টা চলছে।
নাহিদ ইসলাম ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “জুলাই-আগস্টে ছাত্র, শিশু, নারী, শ্রমিকসহ বহু মানুষের রক্তক্ষয়ী মৃত্যু হয়েছে,” এবং সতর্ক করেন যে, “গণহত্যা ও পঙ্গুত্বের হুমকি দিয়ে আওয়ামী লীগ এখনও ক্ষমতায় আছে।”
পোস্টের শেষে, তিনি গণমাধ্যমকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা নিষিদ্ধ সংগঠন বা ফ্যাসিস্টদের প্রচারে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
আর এম/
Discussion about this post