ঝরণায় নামা পর্যটকদের খুলে রাখা কাপড়-চোপড় নিয়ে যেতে শুরু করে পুলিশ।
ঝরণায় পানির স্রোত বেড়ে যাওয়ায় সেখানে পর্যটকদের আনাগোনা নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। তবুও নিষেধাজ্ঞা অমান্য করে ঝরণায় নামছিল মানুষজন। বারবার সতর্ক করেও যখন তাদের আটকানো যাচ্ছিল না, তখন ব্যতিক্রমী এক পদক্ষেপ নেয় পুলিশ। সম্প্রতি ভারতের কর্ণাটকে ঘটেছে এই ঘটনা। সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে মুদিগেরে এলাকার উপচে পড়া চারমাদি ঝরণায় প্রবেশ করেছিলেন কিছু পর্যটক। তখন পুলিশ তাদের পোশাক নিয়ে চলে যায়।ভিডিওতে দেখা যায়, পোশাক খুলে ঝরণায় নেমেছেন একদল পুরুষ। ঝরণার পাথর বেয়ে ওপরেও উঠেছিলেন কয়েকজন, যেখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এ অবস্থায় একজন পুলিশ কর্মকর্তা ওই পর্যটকদের খুলে রাখা কাপড়-চোপড় নিয়ে চলে আসেন।
ভিডিওতে দেখা যায়, এক পর্যটক ওই পুলিশ কর্মকর্তার কাছে তাদের পোশাক ফিরিয়ে দেওয়ার অনুরোধ করছেন।ভিডিওটি শেয়ার হওয়ার পরপরই দ্রুত ভাইরাল হয়ে পড়ে। সেখানে অনেকেই পুলিশের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন। বর্ষা মৌসুমে ঝুঁকি বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে রাজ্যের বিভিন্ন ঝরণায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্ণাটক।
এস এম/
Discussion about this post